মানিক মোহাম্মদ রাজ্জাক
একটি দেশে একটি পাখির
কণ্ঠ শুনি রোজ
স্বর্গে ওড়া ওই পাখিটি
নিত্য করে খোঁজ
ওই পাখিটির কণ্ঠে ওড়ে
লাল সবুজের মেলা
শ্যামল দেশে ওই পাখিটি
খেলছে সারা বেলা
ওই পাখিটি অন্ধকারে
জ্যোৎস্না হয়ে ভাসে
শিশির হয়ে সবুজ বনে
রোজ সকালে হাসে
একটি দেশে একটি পাখি
উড়ছে প্রতিদিন
ওই পাখিটি শোধ করেছেন
সাত পুরুষের ঋণ।
মানিক মোহাম্মদ রাজ্জাক
একটি দেশে একটি পাখির
কণ্ঠ শুনি রোজ
স্বর্গে ওড়া ওই পাখিটি
নিত্য করে খোঁজ
ওই পাখিটির কণ্ঠে ওড়ে
লাল সবুজের মেলা
শ্যামল দেশে ওই পাখিটি
খেলছে সারা বেলা
ওই পাখিটি অন্...