শুভ বড়ুয়া
আমি নব প্রজন্মের তরুণ
আমি দেখিনি একাত্তর
তবু শুনেছি তোমার বজ্রধ্বনি
যা ছড়িয়েছে বহুদূর।
আমি জেনেছি তোমার কথা
ছিলে দেশেরপ্রতি অন্তপ্রাণ-
অন্যায়ের প্রতিবাদে,সোচ্চার সবখান।
তুমি রাখতে চাওনি মোদের
হয়ে হানাদারের ক্রীতদাস!
চেয়েছিলে তুমি হই নাগরিক
স্বাধীন সার্বভৌম বাংলার।
ও্ই হায়নারা পারেনি
মেনে নিতে পরাজয়
ঘাতকের ওই বুলেট
আজো বিকাষত করে এ হৃদয়।
বিশাল মানচিত্রে তুমি দিয়েছে যে স্থান
তুমি হলে এ জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।