সবার প্রিয় শেখ রাসেল

বাবুল তালুকদার

রাসেল ছিল সবার প্রিয়
মায়ের বুকের ধন
ঘৃণ্য ঘাতক মারলো তাকে
কাঁদে সবার মন।

বাবা - মা ও ভাই ভাবীরা
রইলোনা কেউ বাকি
জাতির পিতা হারিয়ে গেলেন
কেমন করে থাকি ।

পার হয়ে যায় চারটি যুগের
কাল বেদনার ক্ষণ
সবার কাছে রাসেল সোনা
ব্যথায় কাঁদে মন।



SUMMARY

987-1.jpeg