মুজিব মানে বাংলাদেশ

শারমিন সুলতানা রীমা

আয় ছেলেরা আয় মেয়েরা
গলাপ শুনি তার 
স্বাধীনতা আসলো দেশের
ঘোষনাতে যার ।
ছয়দফায় এ জাতিকে
রক্ষা করেণ যিনি
সবার ভালোবাসার মাঝে
জড়িয়ে আছেন তিনি ।

দেশের স্বধীনতায় ছিলো
তার চির সংগাম
বাংলা দেশের জাতির পিতা
বঙ্গবন্ধু নাম।

জীবন বাজি রেখে এই
দেশ করেছেন গঠন
আর হবেনা ত্যাগী বীর
মহান তারই মতন ।

শোন ছেলেরা শোন
এ গলোপর নেই শেষ
মুজিব মানে ¯বাধীনতা
মুজিব বাংলাদেশ।

নাহার ফরিদ খান 
অমর এক নাম
আকাশ বলে তারার কাছে 
শুনেছো তাঁর নাম
বাতাস বলে নদীর কাছে
জান কি তাঁর ধাম ?

ফুল পাখিরা জানতে চায়
কি তার অবদান
বাংলাদেশের কোটি কন্ঠে গায়
তাঁরেই জয়গান।
ফরিদপুরে জন্ম যে তাঁর
টুঙ্গীপাড়া গ্রাম
শেখ মুজিবুর রহমান
অমর এক নাম।



SUMMARY

986-1.jpeg