আগষ্টের কষ্ট

আলম তালুকদার

আদিম কালের চাদিম ছড়া
কয়টা মানুষ কয়টা মরা
আগষ্ট মাসে যাচেছ মারা
হিসাব করে বলতো তারা ?

আদিম কালের চাদিম কথা
আগষ্ট মাসের স্বাধীনতা
করছে হরণ জাতির পিতা
আরো আছে ভাষার মিতা।

আদিম কালের চাদিম হিম
একটা মাথা দশটা ডিম
আগষ্ট মাসের দ্রিদিম দিম
রাজাকারের কয়টা টিম।


SUMMARY

982-1.jpeg