জয়বাংলা কবি বঙ্গবন্ধু কবিতা বাংলাদেশ

ডা. প্রণব কুমার চৌধুরী

‘জয়বাংলা সূর্য’ ওঠে ঋতুপটে আকাশ চিরদিনে– ‘জয়বাংলা’

‘জয়বাংলা চাঁদ’ স্নিগ্ধ ফোটে বুক পলাশের ঋণে– ‘জয়বাংলা’।

‘জয়বাংলা’– রেসকোসের্র ময়দান জুড়ে লক্ষ সূর্যের জোয়ার

‘জয়বাংলা’– একাত্তরে অগ্নিঝরা ৭ই মাচর্, রণতুর্যের দুয়ার

‘জয়বাংলা’– সুন্দরবনের ব্যাঘ্র মুষ্টি, মাথায় গামছা শপথ উত্থাল

‘জয়বাংলা’– প্রতিরোধপেশী, হাতে কাস্তে হাতুড়ি শাবাল জোয়াল

‘জয়বাংলা’– মুক্তিমঞ্চে মহাসূর্য, উদ্যানেতে ওড়ছে নৌকো ছলাৎছল

‘জয়বাংলা’– শেখ মুজিবুরের বজ্রকণ্ঠ ঘোষণাতে স্বাধীনতা মন্ত্রবল।

‘জয়বাংলা’– চর্যাপদ মঙলকাব্য জোনাকি, বদ্বীপ বাঙলায় ব্রজবুলি

‘জয়বাংলা’– ষড়যন্ত্রের পলাশী প্রান্তরে অস্তরাগ বেদনা রসায়নে স্বপ্ন প্রদীপ

‘জয়বাংলা’– রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’

‘জয়বাংলা’– নজরুলের ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’

‘জয়বাংলা’– ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’

‘জয়বাংলা’– ২৫শে মার্চের তিমিররাত্রি, হায়েনার সাথে লড়াই

‘জয়বাংলা’– ২৬শে মার্চ, স্বাধীনতা সূর্যমুখী কুঁড়ি, প্রতি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা ডাক

‘জয়বাংলা’– মেহেরপুর বৈদ্যনাথতলায় মুজিবনগরে কুচকাওয়াজ, মুক্তির চোখে জ্যোৎস্নাঝিলিক

‘জয়বাংলা’– ২৬৬ যুদ্ধদিনের ‘চরমপত্র’পাঠ, মুক্তিবাহিনীর গেরিলা হুংকার

‘জয়বাংলা’– পিশাচ বাংকারে, টর্চার সেলে সম্ভ্রম ও মুখের রক্তে রঞ্জিত আত্মবলিদান

‘জয়বাংলা’– ১৬ই ডিসেম্বরে ‘এক সাগর রক্তের বিনিময়ে’ হানাদার বাহিনীর আত্মসমর্পণ দলিল

‘জয়বাংলা’– ‘একাত্তরের চিঠি’র মান্দার রং অক্ষরনামা, প্রজন্ম হৃদয়ে আঁচড়

‘জয়বাংলা’– মীরজাফরের পুনরুত্থানে ১৫ই আগস্ট, বিজয়আবীর সিঁড়িতে জনকের রুধিরাক্ত ধারা

‘জয়বাংলা’– আত্মগ্লানির ‘জিন্দাবাদ’ কূটকৌশলে অমলিন ‘অপরাজেয় বাংলাদেশ’

‘জয়বাংলা’– মুক্তিযুদ্ধ মহাকাব্য, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের নতশির স্মরণ

‘জয়বাংলা’– আমার মায়ের মুখভাস্কর্য, বঙ্গোপসাগরে ঢেউমুদ্রা কল্লোল, ‘ও আমার দেশের মাটি’।

‘জয়বাংলা’– পদ্মা মেঘনা কর্ণফুলি’র জাতিতত্ত্ব স্‌্েরাত জলকৃষ্টি গান

‘জয়বাংলা’– হৃৎমিলনে পহেলা বৈশাখ ফুল হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান

‘জয়বাংলা’– কৃষকের বোনা বীজতল বৃষ্টিমধু রোদআলপনা ছায়া

‘জয়বাংলা’– দোয়েল ছন্দনৃত্য শাপলা হাসি বিদ্যুদুজ্জ্বল শিশু সুন্দর মায়া

‘জয়বাংলা’– ‘শিখা অনির্বাণ’ লাল পাপড়ি জ্বলজ্বল না মেনে পরাজয়

‘জয়বাংলা’– সবুজ জমিনে আবেগ দোলায় রক্তিম বৃত্ত আত্মপরিচয়।

‘জয়বাংলা’ শ্লোগান নমিত প্রাণধ্বনি, সংগ্রাম অনিঃশেষ– ‘জয়বাংলা’

‘জয়বাংলা’ কবি বঙ্গবন্ধু কবিতা বাংলাদেশ– ‘জয়বাংলা’।।

SUMMARY

938-1.jpg