৭৫ ৩ আগস্ট বঙ্গবন্ধুর কর্মচাঞ্চল্যে বাঙালি ছিল উৎফুল্ল


বাঙালি জাতির বেদনাবিধুর শোকের মাস আগস্টের আজ তৃতীয় দিন। সর্বত্রই চলছে শোকের আবহ। সারাদেশেই বিশাল বিশাল কালো পতাকা, ব্যানার, ফেস্টুন, পোস্টার টানানো হয়েছে। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে তাতে নানা স্লোগান–কবিতা শোভা পাচ্ছে। শোকের মাসে বাঙালি জাতি পলাতক খুনীদের ফিরিয়ে এনে ফাঁসি এবং খুনিদের দোসর–মদদদাতাদের বিচারের দাবিতে সোচ্চার। আগস্ট বাঙালির জীবনে শুধু শোকের নয় একটি অভিশপ্ত মাসও বটে। এ মাসেই ঘটেছিল ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্কজনক ঘটনা। ঘাতকদের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। দেশে থাকলে তাদেরও জীবন দিতে হতো নরহন্তারক কাপুরুষদের হাতে। আগস্ট এলেই বাঙালি শোকে কাতর হয়ে পড়ে। শুরু হয় বঙ্গবন্ধুকে স্মরণ করার মহাকর্মযজ্ঞ। রাজধানী ঢাকা নয়, গ্রাম বাংলার প্রতিটি পাড়া মহল্লায় পর্যন্ত শোকের মাসকে স্মরণ করতে ব্যস্ত হয়ে পড়েছে পুরো জাতি। বঙ্গবন্ধুর হত্যার ৪৩ বছর পরে জাতির সামনে আবারও হাজির হয়েছে সেই শোকাবহ আগস্ট। আজ আগস্টের তৃতীয় দিন। ৭৫ এই দিনেও বঙ্গবন্ধুর কর্মচাঞ্চল্যে বাঙালী ছিল উৎফুল্ল। কিন্তু তারা ঘুনাক্ষরেও বুঝতে পারেনি আর কদিন পরে ঘাতকের বুলেটের আঘাতে প্রাণ দিতে হবে বাঙালী জাতির স্বাধীনতার স্থপতিকে। খুনীরা বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। বাঙালী জাতির স্বপ্নকেই ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশ ও জাতিকে বিশ্বের দরবারে স্থান দিতে সক্ষম হয়েছেন।

SUMMARY

934-1.jpg