আখতার হুসেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অলংকরণ: মাসুক হেলাল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অলংকরণ: মাসুক হেলাল
তোমার সৌম্য শির
কতটা উন্নত ছিল?
—মাপতে গেলেই
হারিয়ে ফেলি খেই।
তোমার ও-বুকের পাটা
কতটা প্রশস্ত ছিল?
—মাপতে গেলেই
হারিয়ে ফেলি খেই।
তোমার স্বপ্নিল দৃষ্টি
কতটা গভীর ছিল?
—ভাবতে পারি না।
ভাবতে গেলেই
হারিয়ে ফেলি খেই।
তোমার সাহসের শিখা
কতটা উজ্জ্বল ছিল?
—ভাবতে গেলেই
হারিয়ে ফেলি খেই।
তোমার পদবিক্ষেপ
কতটা গতিশীল ছিল?
—ভাবতে পারি না।
ভাবতে গেলেই
হারিয়ে ফেলি খেই।
কেবল এইটুকু ভাবতে পারি পিতা,
গুটিকয় বেঈমান ছাড়া
প্রত্যেক বাঙালির হূদয়ের গভীরে
উড়ছে তোমার মৃত্যুহীন নামের নিশান
—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।