স্বপ্নপুরুষ বঙ্গবন্ধু

আনন্দমোহন রক্ষিত

আমার স্বপ্নের রাজ্যে এক স্বপ্ন পুরুষ, তিনি বঙ্গবন্ধু

আমার প্রাণের রাজ্যে এক রাজপুত্র, তিনি বঙ্গবন্ধু

বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা তিনি, স্বপ্ন পুরুষ বঙ্গবন্ধু

শ্যামল বাংলার আপসহীন নেতা, তিনি বঙ্গবন্ধু।

স্বপ্ন ও জাগরণে যে মানুষ কথা বলেন, তিনি বঙ্গবন্ধু

কৃষক–শ্রমিকের সুখ স্বপ্নের যিনি উদগাতা, তিনি বঙ্গবন্ধু

মেহনতি মানুষের দুঃসাহসের প্রতীক যিনি, তিনি বঙ্গবন্ধু

সূর্যকরোজ্জ্বল হাতছানি দিয়ে ডাকে যে মানুষ, তিনি বঙ্গবন্ধু।

পর্বত শৃঙ্গের উপরে যাঁর বীরত্বপূর্ণ অধিষ্ঠান, তিনি বঙ্গবন্ধু

সমুদ্রের গর্জনের মতো যার কণ্ঠস্বর, তিনি বঙ্গবন্ধু

দ্বন্দ্বহীন স্পর্ধায় দোলানো শরীরের ভাঁজে অগ্নিস্ফুলিঙ্গ

অসীম সাহসে তোলে হাত থরথর কাঁপে রেসকোর্স।

আগুন ছিলো বুকে তাঁহার আগুন ছিলো মুখে

ধ্রুবতারার সঙ্গে তাঁহার মিতালি ছিলো মনে

হাজারো গোলাপ ফোটে তাঁহার কণ্ঠ ধ্বনিতে

ছাপ্পান্ন হাজার বর্গমাইল হয়ে যায় স্বপ্নিল বাগান।

SUMMARY

929-3.jpg