বঙ্গবন্ধু


বিশ্বজিত বড়ুয়া

ধুত্তরি ছাই নিজের ছবি
যতই আঁকতে চাই।
চোখেই ভাসে বঙ্গবন্ধু
নীরবে এঁকেই যাই।
বঙ্গবন্ধুর ছবির মাঝে
নিজেকে দেখতে পাই।
বঙ্গবন্ধুর বাংলাদেশে
হোক রে একটু ঠাঁই।

SUMMARY

908-4.jpg