বিশ্বজিত বড়ুয়া
ধুত্তরি ছাই নিজের ছবি
যতই আঁকতে চাই।
চোখেই ভাসে বঙ্গবন্ধু
নীরবে এঁকেই যাই।
বঙ্গবন্ধুর ছবির মাঝে
নিজেকে দেখতে পাই।
বঙ্গবন্ধুর বাংলাদেশে
হোক রে একটু ঠাঁই।
বিশ্বজিত বড়ুয়া
ধুত্তরি ছাই নিজের ছবি
যতই আঁকতে চাই।
চোখেই ভাসে বঙ্গবন্ধু
নীরবে এঁকেই যাই।
বঙ্গবন্ধুর ছবির মাঝে
নিজেকে দেখতে পাই।
বঙ্গবন্ধুর বাংলাদেশে
হোক রে একটু ঠাঁই।