স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণায় কী বলেছিলেন বঙ্গবন্ধু?

 
একাত্তরে ২৫ মার্চ মধ্য রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তানী হানাদার বাহিনী। পাক শাসকরা এই পদক্ষেপ নেবে সেটা আগেই বুঝতে পেরেছিলেন জাতির পিতা। গ্রেপ্তার হবার আগে ২৫ মার্চ রাত ১২টার পর অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। স্বাধীনতার সেই ঘোষণাপত্রটিতে কী বলেছিলেন বঙ্গবন্ধু? বাঙালী জাতির প্রতি কী নির্দেশনা ছিল সেখানে? ভয়াল সেই রাতের ৪৮ বছর পেরিয়ে যাওয়ার পর নতুন প্রজন্মের অনেকেই জানে না এর উত্তর। জাতির পিতার সেই ঘোষণাপত্রটিই এখানে তুলে ধরা হলো-

‘এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উত্খাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক।’

স্বাধীনতার এই আনুষ্ঠানিক ঘোষণাটি সেই রাতেই চট্টগ্রামে তৎকালীন ইপিআর এর ট্রান্সমিটারে প্রচারের জন্য পাঠানো হয়। দেশের বিভিন্ন স্থানে ওয়্যারলেসবার্তার মাধ্যমে এটি ছড়িয়ে দেওয়া হয়। এই ঘোষণাটি মাইকিং করেও জনগণকে জানানো হয়। এছাড়াও জাতির পিতার এই আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণাটি হ্যান্ডবিল আকারে ইংরেজি ও বাংলায় ছাপিয়ে চট্টগ্রামে বিলি করা হয়েছিল।

SUMMARY

861-1.jpg