রাসেল আশেকী
কবিতার নাম বঙ্গবন্ধু
জীবনের নাম বঙ্গবন্ধু
ক্ষয়ে যাওয়া সময়ের ঘুরে দাঁড়াবার নাম বঙ্গবন্ধু
শতাব্দী ছুঁয়ে যাওয়া বটবৃক্ষের নাম বঙ্গবন্ধু
হাজার বছরের অসম সাহসের নাম বঙ্গবন্ধু
প্রতিদিন কণ্ঠে তোলা প্রিয় শব্দের নাম বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হৃদয়ের বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সময়ের বঙ্গবন্ধু
বিপন্ন মানবতার সঠিক পথের নাম বঙ্গবন্ধু
আসন্ন শান্তির সদর দরজার নাম বঙ্গবন্ধু
নিঃস্ব-নিপীড়িতের দরদি ভাষার নাম বঙ্গবন্ধু
জীবনবন্দি জনতার স্বাধীনতার নাম বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু অভয়ের বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বিজয়ের বঙ্গবন্ধু
সবুজ পাতার আলোয় নিজেকে দেখার নাম বঙ্গবন্ধু
পথবিন্দুর প্রাণ খুলে কথা বলার নাম বঙ্গবন্ধু
জলের প্রভাতে জাগা মানবসূর্যের নাম বঙ্গবন্ধু
মাটির গিটারে বাজা ভালোবাসার নাম বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আদর্শের বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু প্রজন্মের বঙ্গবন্ধু
যে শোনার শুনুক, যে বোঝার বুঝুক
আমি কী বলতে চাই;
বাংলার বুকজুড়ে এর চেয়ে সুন্দর
কোনো কবিতা নাই।