পাভেল হায়দার চৌধুরী
(জানুয়ারি ১৫, ২০১৮ )
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বকালের সাহসী নেতা হিসেবে উল্লেখ করে স্যালুট জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরের পরিদর্শন বইতে তিনি এই মন্তব্য লিখেছেন।
প্রণব মুখার্জি লিখেছেন, ‘ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে পুনরায় ভ্রমণ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের মানুষকে এই বাড়ি থেকেই নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিব। যাকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এখানেই ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভোরে হত্যা করা হয়। ’
বঙ্গবন্ধু জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
ভারতের সাবেক রাষ্ট্রপতি আরও লিখেছেন, ‘এই বাড়িটিই একটি নতুন জাতির জন্ম ও এগিয়ে চলার ইতিহাসের সাক্ষী। আমি সর্বকালের সাহসী এই নেতাকে স্যালুট জানাই এবং সব শহীদের প্রতি সম্মানজনক শ্রদ্ধা জানাচ্ছি।’
বঙ্গবন্ধু জাদুঘরের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি