বঙ্গবন্ধু, চৌ এন লাই ও জিনপিং


(অক্টোবর ১৫, ২০১৬ )
বাংলাদেশ সফরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার অবদানের কথা একাধিকবার উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়ে এমন মনোভাব প্রকাশ করেন তিনি। এসময় ‘সোনার বাংলা’ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

দুই শীর্ষ নেতার বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, বৈঠকে বঙ্গবন্ধুর নাম একাধিকবার উল্লেখ করেন শি জিনপিং। এসময় বঙ্গবন্ধুর চীন সফরের কথাও আলোচনা করেন তিনি। এছাড়াও চীনের তদানীন্তন প্রধানমন্ত্রী চৌ এন লাই এর ১৯৫৬ সালে পাকিস্তান সফরের সময়ে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাতের বিষয়টিও শি জিনপিং বৈঠকে উল্লেখ করেন।

বৈঠকে শি জিনপিং উল্লেখ করেন, তার বাবা চীনের সাবেক প্রধানমন্ত্রী চৌ এন লাই এর একান্ত কর্মকর্তা ছিলেন। বৈঠকে জানানো হয়, বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী এ বছরের প্রথমদিকে চাইনিজ ভাষায় অনূদিত হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু দু’বার চীন সফর করেন ১৯৫২ এবং ১৯৫৭ সালে।

SUMMARY

684-1.jpg

১৯৫৬ সালে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইকে অভ্যর্থনা জানান বঙ্গবন্ধু