একান্ত জীবনে বঙ্গবন্ধু


ছবির মানুষ গুলোকে চেনা যায় কি? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরকে তো সবাই চিনতে পারছেন, তাঁর সাথে আর কারা আছে বলতে পারবেন? এই ছবিতে জাতির জনকের সাথে আছেন তাঁর সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিব। আরও আছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ওয়াজেদ, কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। আরও আছেন শেখ হাসিনার দুই সন্তান সায়মা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়। একটি দুর্লভ পারিবারিক মুহূর্তের ছবি! ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার আগের কোনও একটা সময়ে তোলা হয়েছিল এই অন্তরঙ্গ ছবিটি। স্পষ্টতই অনুমান করা যায় যে তাঁদের অত্যন্ত ঘনিষ্ঠ কারো পারিবারিক এ্যালবাম থেকেই এসেছে। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে গিয়ে ছবিটি দেখুন... দেখতে পারবেন একজন স্বামী, একজন পিতা, একজন নানাভাইকে। দেখতে পাবেন একজন মহান নেতার সাদামাটা জীবন যাপনকে। দেখতে পাবেন জাতির জনক বঙ্গবন্ধু নামের আড়ালে থাকা একজন সাধারণ মানুষকে।

SUMMARY

664-1.jpg