বঙ্গবন্ধুর 'অজ্ঞাত বাসস্থান' ইনানীর চেংছড়ি গ্রাম সংরক্ষনের উদ্যোগ


অবশেষে বঙ্গবন্ধুর সেই ‘অজ্ঞাত বাসস্থান’ কক্সবাজারের অরণ্যঘেরা ইনানী চেংছড়ি এলাকাটি সংরক্ষণ করা হচ্ছে। জাতির জনকের স্মৃতি রক্ষা ও পর্যটকদের আকর্ষণের জন্য এখানে স্থাপন করা হবে একটি এপিটাফ। সেখানে তুলে ধরা হবে অজানা ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ। এ উদ্যোগ গ্রহণ করেছেন কক্সবাজার জেলা প্রশাসক। এ ব্যাপারে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে একটি অনুমতি চেয়ে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। প্রঙ্গগত, ২০১০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিনে  ‘ইনানীতে বঙ্গবন্ধুর অজ্ঞাতবাস’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বেরিয়ে আসে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের এক অজানা অধ্যায়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, “কক্সবাজার জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে উখিয়া উপজেলার সাগর াড়ের অরণ্যঘেরা ইনানী চেংছড়ি গ্রাম। ১৯৫৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নিষিদ্ধ রাজনীতির সময় এখানে ‘অজ্ঞাতবাসে’ এসেছিলেন পূর্ব বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। এ সময় ওই দুর্গম এলাকার বাসিন্দা প্রয়াত সখিনা খাতুন নামের এক শতায়ু নারী বঙ্গবন্ধুকে রান্না করে খাইয়েছিলেন। ওই এলাকার আদিবাসী নেতা প্রয়াত ফেলোরাম চাকমার ঘরে আশ্রয় নিয়েছিলেন বঙ্গবন্ধু। এ কারণেই ইনানী চেংছড়ি গ্রামটি ইতিহাসের অংশ।”
কালের কণ্ঠ

SUMMARY

640-1.jpeg