সিনেমার উৎসর্গদৃশ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার


বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি স্মরণ করে প্রতিটি ক্ষেত্রে। নানা জাতীয় উৎসবে বঙ্গবন্ধুকে স্মরণের পাশাপাশি এবার সিনেমার উৎসর্গদৃশ্যেও যুক্ত হলো বঙ্গবন্ধুর স্থিরচিত্র। সম্প্রতি মুক্তি পাওয়া একটি চলচ্চিত্রের উৎসর্গদৃশ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে। 

রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রটির উৎসর্গদৃশ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে দেখে মুগ্ধ হয়েছেন দর্শকও।

পরিচালক রফিক শিকদার জানান, ‘আমিই প্রথম বাণিজ্যিক চলচ্চিত্রের উৎসর্গদৃশ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে সম্মান জানালাম। আশা করি অন্য পরিচালকরাও তাদের ছবির উৎসর্গদৃশ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে সম্মান জানাবে।’

SUMMARY

625-1.jpg