আমার প্রতিটি দিন শোকার্ত এবং গ্লানিময়।
সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এখনো
ছুটন্ত অশ্বের মতন একজন শাহাদাত অঙ্গুলি
আমাকে তাড়িয়ে নেয় অভিযোগের ভঙ্গিতে—স্বর্ণাভ
এবং রক্তাভমতো একজন শাহাদাত অঙ্গুলি।
আমি মাথা নিচু করে দৌঁড়াই প্রান্তরে প্রান্তরে—
পাগল অশ্বের মতো, ছুটন্ত অশ্বের মতো জোরে!
সেই আঙুলের দিকে সোজা হয়ে তাকাতে পারি না।
ঐ আঙুলের দিকে কোনো মুখোশের কখনোই
সোজাসুজিভাবে তাকানোর কোনো অধিকার নেই।