তর্জনীর দাপট
আমার আব্বাকে আমি আব্বা বলে ডাকি।শুদ্ধ বাংলায় পিতা ডাকার লোভ ক্ষোভ বিদ্যা নাই গো!আমরা শুধু আপনাকে বুঝেছি,আপনিও আমাদের।
গোপালগঞ্জের আরতি গন্ধ বিল, দাপড়ানো কই মাছ, হ্যাচাক, কবিগান আর শান্ত সুধীর কন্ঠ খুঁজে চলি বড় নায়ের পাটাতনে; সেখানে আপনি থাকেন।
আপনিও জানি, আমাদের খুঁজে খুঁজে হয়রান।
প্রিয়-দেহে; প্রিয়-দেশে; প্রিয় পুত্র কন্যাদের।
আমরা স্বযত্নে রেখেছি গুছিয়ে আপনার তর্জনীর দাপট!