ভীষণ কৃষ্ণপক্ষ আজ আমাদের সামনে...
আমরা যারা খোলা প্রান্তরে বিশুদ্ধ বাতাস নিতে চাই-
রোদের আলোয় টানটান দাঁড়াবার ইচ্ছে প্রকাশ করি-
একটা বটবৃক্ষের ছায়ায় নিশ্চিন্তে ঘুমোতে চাই-
কোথাও কোনো আলোর দেখা পাই না,
কোনো অবলম্বন আমাদের সামনে নেই-
আমাদের সামনে নেই কোনো দিকদর্শিকা
একটা বটবৃক্ষের আজ ভীষণ অভাব, সবাই অনুভব করি।
আমাদের মানচিত্র ঠুকরে ঠুকরে খাচ্ছে ধূর্ত খাটাশ
সংবিধানের চার মূলনীতি গিলে খেয়েছে জাতীয়তাবাদী শকুন
আমাদের আর দাঁড়াবার জায়গা নেই-
ক্রমশ পিছন দিকে ধাবিত হচ্ছি আমরা,
আমাদের হাত থেকে ফসকে যাচ্ছে গর্বিত পতাকা
শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছি...
ভীষণ কৃষ্ণপক্ষ আজ আমাদের সামনে
এবং এই কৃষ্ণগহ্বর থেকে সটান ঘুরে দাঁড়াবার জন্য
সেই তর্জনী উঁচানো গডোর বড়ো বেশি প্রয়োজন
আমরা সেই গডোর প্রতীক্ষায় আছি...