তিনি বেঁচে থাকলে আজ অন্যরকম হতো দেশ


ইকবাল হাবীব
বঙ্গবন্ধুর মৃত্যুর প্রায় নয় মাস আগের কথা, রমনা পার্কের পাশে সে সময়ের বেশ কয়েকজন স্থপতির সঙ্গে তার সাক্ষাত হয়। সেই মিটিংয়ে তিনি দেশকে নিয়ে মহাপরিকল্পনার অনেক কিছুই আলোচনা করেন। তিনি বলছিলেন, ‘শুধু ঢাকা নয়, পুরো দেশের জমি ইঞ্চি ইঞ্চি করে ধরে পরিকল্পনা করতে হবে। শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয়, এর পাশাপাশি ভৌত পরিকল্পনা করতে হবে বিশদ আকারে।’ বঙ্গবন্ধু প্রয়োজনে এজন্য ভৌত বিষয়ক মন্ত্রণালয় পৃথক করার কথাও বলেন। সেদিনের মিটিংয়ে ছিলেন স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম, স্থপতি রবিউল হুসাইন, স্থপতি শামসুল ওয়ারেস, স্থপতি মোবাশ্বির হোসেন প্রমুখ। বঙ্গবন্ধুর চিন্তাভাবনা যে কত বিস্তৃত, তা তার পরিকল্পনার ধরন দেখেই আঁচ করা যায়। তিনি বলেছিলেন, ‘প্রাথমিকভাবে আমাকে দু-একটি মহকুমার কিছু গ্রামভিত্তিক পরিকল্পনা করে দেখান।’ গ্রামীণ জনপদের উন্নয়ন নিয়ে তিনি সবসময় ভাবতেন। সেই মাফিক কাজও শুরু হয়েছিল, তার আশা ছিল, সফল হলে এই পরিকল্পনা সারাদেশে বাস্তবায়িত হবে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের এরকম শত শত অবাস্তবায়িত স্বপ্ন অধরা রেখে তিনি চলে গেলেন, তাকে চলে যেতে হলো।

পঁচাত্তরের পনেরই আগস্ট আমরা জাতীয় জীবনে বড় এক হোঁচট খেলাম। সেখান থেকে আমরা বারবার উত্তরণের চেষ্টা করেছি বটে, কিন্তু সময় তো থেমে থাকেনি। কাজেই পিছিয়ে পড়েছি আমরা।

তবে আশার বিষয়, বর্তমান সরকার বঙ্গবন্ধুর সেই অবাস্তবায়িত স্বপ্ন নিয়ে কাজ করা শুরু করেছে। সেই সময়ের যে আধুনিক কর্মপরিকল্পনা তিনি করেছিলেন, সেগুলো এখন এসে আমরা ভাবছি। পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে আমরা এখন বাংলাদেশের এই সীমিত জমিকেই কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে ভাবছি। এলাকাভিত্তিক পরিকল্পনা না, জোনিং করে সামগ্রিক উন্নয়নকে জোর দেওয়া হচ্ছে। শুধুই শহর বা নগর কেন্দ্রিক নয়, গ্রামীণ জনপদ ও জনগোষ্ঠীকে নিয়েও একাধিক উন্নয়ন পরিকল্পনা সরকারের রয়েছে। এখন শুধু এই পরিকল্পনাগুলোকে শাণিত করা দরকার, আমাদের এগিয়ে যাওয়া যেন কোনো গোষ্ঠী বা ব্যক্তির সুবিধার জন্য না হয়। সব শ্রেণি পেশার মানুষেরই তো এই দেশ। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সেখানে তো সবার সমঅধিকার প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। দুঃখের বিষয়, আজ তার মৃত্যুর চল্লিশ বছর পরে এসেও আমাদের আফসোস করতে হয়, কেন এখনো সেই সমঅধিকার এল না। আজ যদি তিনি থাকতেন, নিশ্চয়ই বাংলাদেশ অন্যরকম হতো।

লেখক : স্থপতি ও নগরবিদ

SUMMARY

619-1.jpeg