উত্তাল মার্চ: বাতিল হয় বঙ্গবন্ধু-ইয়াহিয়ার বৈঠক


১৯৭১ সালের মার্চ মাস বাঙ্গালী জাতির স্বাধীনতার মাস, অগ্নিঝরা ইতিহাসের মাস, বিষাদ ও বেদনার মাস। তৎকালীন ২৪ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মধ্যে নির্ধারিত বৈঠক বাতিল হয়ে যায়।

আন্দোলনকারীদের উদ্দেশ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, ‘আমি কঠোর সংগ্রামের জন্য বেঁচে থাকব কিনা জানিনা, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। মানুষের মত স্বাধীনভাবে বেঁচে থাকব, নয়তো সংগ্রামে নিশ্চিহ্ন হয়ে যাবো।’

এই দিন সৈয়দপুরে বিহারীও পাকবাহিনী নারকীয় গণহত্যা চালায়। এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমেদ বলেন, ‘এইসব ঘটনা রাজনৈতিক সমস্যা সমাধানের সম্ভবনাকে বিপন্ন করে।’

SUMMARY

616-1.png