উত্তাল মার্চ: জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন ইয়াহিয়া


১৯৭১ সালের ২২ মার্চ অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। ঢাকায় দলীয় উপদেষ্টাদের সাথে বৈঠক, প্রেসিডেন্ট ভবনে ছোটাছুটির আড়ালে ষড়যন্ত্রের নীলনকশা নিয়ে ব্যস্ত থাকেন জুলফিকার আলী ভুট্টো।

এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও জুলফিকার আলীর ভুট্টোর বৈঠক হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জাতীয় পরিষদে অধিবেশনে আমরা যোগ দেব না।’

এই দিনে শত শত আন্দোলনকারী, বঙ্গবন্ধুর বাসার সামনে জড়ো হন। তিনি সবার উদ্দেশে বলেন, ‘চব্বিশ বছর বাঙালি শুধু অবহেলিত থেকেছে। সবাই আরও বড় আন্দোলনের জন্য প্রস্তুত হও।’

SUMMARY

615-1.png