১৯৭১ সালের ১৮ মার্চ সরকারি-বেসরকারি ভবনে কালো পতাকা উড়িয়ে, অফিস আদালতে অনুপস্থিত থেকে সবশ্রেণির কর্মচারীরা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আজকের দিনে আন্দোলনকারীরা বিছিন্নভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসার সামনে জড়ো হয়ে, জয় বাংলা শ্লোগান দিতে থাকে।
সন্ধ্যার পর সরকারী এক বিবৃতিতে বলা হয়, ১৯ মার্চ সকাল এগারোটায় প্রেসিডেন্ট ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ইয়াহিয়ার তৃতীয় দফা বৈঠক হবে। বঙ্গবন্ধু সবাইকে বলেন, ‘তোমরা ঘরে ঘরে দূর্গ গড়ে তোল।’
সেনাবাহিনীর সদস্যরা তেজগাঁও-মহাখালীতে শ্রমিকদের ট্রাকে হামলা চালায়। আর এর প্রতিক্রিয়ায়, আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘এ উস্কানী সহ্য করা হবেনা।’ বিমানবাহিনীর প্রাক্তন সৈনিকরা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।