উত্তাল মার্চ: বঙ্গবন্ধুর সঙ্গে ইয়াহিয়ার বৈঠক


১৯৭১ সালের ১৬ মার্চ  সকাল ১১টায় প্রেসিডেন্ট ভবনে বাঙালির অবিসংবাদিত নেতা আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। বৈঠক চলাকালীন প্রেসিডেন্ট ভবনের সামনে জনতা ভিড় করে জয়বাংলা ধ্বনি দিতে থাকে।

বৈঠক শেষে বঙ্গবন্ধু বলেন, আলোচনা আরও চলবে। বিকেলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এক ঘরোয়া বৈঠকে মিলিত হন। বঙ্গবন্ধুর নির্দেশক্রমে বাঙালির মালিকানাধীন ব্যাংক ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক কেন্দ্রীয় সরকারের সমস্ত রাজস্ব গ্রহণ করতে শুরু করে।
 
এই দিন জনগণের আন্দোলনের সমর্থনে রাস্তায় নামে, কেন্দ্রীয় প্রাদেশিক সার্ভিসেস ফেডারেশন, উদীচী শিল্পগোষ্ঠী, ব্রতচারী আন্দোলন, স্টেট ব্যাংক কর্মচারী সংগ্রাম পরিষদ। আইনজীবী, লেখক , শিল্পী এবং সকল শ্রেণির মেহনতি মানুষ অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

সূত্র: সময় টিভি

SUMMARY

612-1.png