উত্তাল মার্চ: আন্দোলন পরিচালনায় বঙ্গবন্ধুর নতুন কর্মসূচি


১৯৭১ সালের ১৪ মার্চ স্বাধীনতা আন্দোলন পরিচালনার নতুন কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আন্দোলন গতিশীল করতে ৩৫ নতুন নির্দেশনা দেন তিনি। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের কার্যক্রম আরও জোরদার হয়।

এই দিনে নিজ বাসভবনে পূর্বপাকিস্তানে সফররত ন্যাপ নেতা আবদুল ওয়ালী খানের সাথে বৈঠক করেন বঙ্গবন্ধু। ন্যাপ সভাপতি ওয়ালী খান বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর চার দফা দাবির সাথে একাত্ততা ঘোষণা করেন। 
 
বৈঠক শেষে সাংবাদিকদের শেখ মুজিবুর রহমান বলেন, ‘যতদিন অধিকার আদায় হবে না, ততদিন বাঙালির আন্দোলন অব্যাহত থাকবে’। এ ছাড়া জাতীয় লীগ নেতা আতাউর রহমান খান আবারও বঙ্গবন্ধুর প্রতি অস্থায়ী সরকার গঠনের আহ্বান জানান।

এক বিবৃতিতে বঙ্গবন্ধু বলেন, ‘আমাদের ভবিষ্যৎ বংশধররা যাতে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করতে পারে, তার নিশ্চয়তা বিধান কল্পে আমরা প্রয়োজনে মরতে ও কৃতসংকল্প। যেকোনো ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে, আমাদের বিরুদ্ধে কেউ শক্তি প্রয়োগ করলে সম্ভাব্য সর্বোপায়ে তা প্রতিহত করার জন্য জনসাধারণকে প্রস্তুত থাকতে হবে’। 

বঙ্গবন্ধুর এই ঘোষণা বাংলাদেশের গণমানুষের মনে দীর্ঘ দিনের স্বপ্নের স্বাধীনতাকে বাস্তবে ধরা দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে দেয়। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ তাদের গতিশীল কার্যক্রম অব্যাহত রাখেন। এই দিনে দেশের প্রয়োজনে অস্ত্রধারণ করার ঘোষণা দেন ঝিনাইদহের কয়েকজন সরকারি কর্মকর্তা।

SUMMARY

611-1.jpeg