বঙ্গবন্ধু

আসিফ খান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত
তুমি তো নও শুধু বঙ্গবন্ধু,

তুমি তো এ দেশের খেটে খাওয়া মানুষের বন্ধু।

এ দেশের মানুষকে জাগিয়ে হয়েছো তুমি জাতির পিতা,

জাতি যেন তোমার আশায় বসে বলেছিল কবে আসবে আমার মিতা।

জাতিকে করেছিলে নিতে যুদ্ধের প্রস্তুতি।

যতই করি শেষ হবে না তোমার স্তুতি।

জাতি হয়েছে স্বাধীন।

হইনি আমরা কারো পরাধীন।

বিধ্বস্ত দেশে এসেছিলে তুমি,

বলেছিলে চলো সবাই মিলে এ দেশ গড়ি। 

কিছু দেশদ্রোহী, লুটপাটকারী করেছিল তোমার দল।

ওরা হায়েনা, মানুষের সামনে তোমায় করেছিল ছল।

 

SUMMARY

606-1.jpg