মন কাঁদে মুজিবের লাগি


তামিম ইসমাইল

অশ্রু ঝরে চোখে,

শিউলি গাছটা ভেঙে পড়ছে

সে-ও কাঁদে দুঃখে।
 

বসন্তের ওই কোকিলটা আজ

দিচ্ছে নাকো ডাক,

বিচার চায় সে অত্যাচারীর

পায় না যেন ফাঁক।
 

সূক্ষ্মচারী শকুনটা আজ

ছেড়ে যাচ্ছে দেশ,

বাংলাতে আর থাকবে না সে

নেইকো মুজিবের নির্দেশ।
 

বিলের ধারের মাছরাঙাটা

অনাহারেই আছে চেয়ে,

শূন্য বাংলা পূর্ণ করিবে

মুজিবকে সে পেয়ে।
 

ভোরবেলার ওই মোরগটা আর

দিবে নাকো ডাক,

মুজিব বিনা কে শুনিবে

আমার এই বাক।
 

সবুজ-শ্যামল বাংলা এখন

সবুজেতেই পুণ্য,

বিলীন হয়ে যাচ্ছে সবই

মুজিবেরই জন্য।
 

ঝোপঝাড়ের ওই ঝিঁঝিঁগুলো

আশায় রয়েছে মিছে,

আবার যদি শুনিতে পাই

মুজিব আছে বেঁচে।

 

কানে বেজে উঠে যদি

মুজিবের সে ভাষণ,

গানে গানে ভরিয়ে তুলব

বাংলার মাঠ প্রাঙ্গণ।
 

পুকুর পাড়ের জোনাকিরা

কান পেতে রয়,

মুজিব যদি বেঁচে থাকত

জ্বলতাম নির্ভয়।
 

বলছি আমি কী হয়েছে!

আছে তো তার কন্যা,

চারদিকে চেয়ে দেখো

বইছে উন্নয়নের বন্যা।

SUMMARY

605-1.jpeg