বঙ্গবন্ধু—এক মহাকাব্যের নাম


আসিফ খান

টুঙ্গিপাড়া যার নামের সাথে আছে জড়িয়ে,

সেই ছেলে হয়েছিল নেতা, দেশ ছাড়িয়ে।

সংগ্রাম, মহানুভবতায় জড়িয়ে আছে যার নাম,

সে-ই হলো জাতির পিতা শেখ মুজিবুর রহমান।

জুলুম, অত্যাচার মেনে নিয়ে যে দিত নেতৃত্ব,

স্বাধীনতার পর সে রক্ষা করল মুসলিম ভ্রাতৃত্ব।

যতই তাকে জানার চেষ্টা করি হবে না শেষ।

এ যে ছিল খেলুড়ে বালক, সবাই বলত বেশ।

জাতির ক্রান্তিলগ্নে তোমার নামেই হয়েছে মুক্তিযুদ্ধ,

বাঙালি জাতির কারো সঙ্গে নেই তুলনা, তাই তুমি ঊর্ধ্ব।

SUMMARY

603-1.jpeg