হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সফল রাষ্ট্রনায়কের পাশাপাশি শিশুদের কাছেও ছিলেন ভীষণ প্রিয় ব্যক্তিত্ব। শিশুদের সঙ্গে তার দুর্লভ কিছু ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
বঙ্গবন্ধুর শিশুদের সঙ্গে সময় কাটানো এবং তাদের জন্য কিছু করার জন্য প্রবল আগ্রহ ছিল।
পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শিশু শেখ রাসেলের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু ভেবেছিলেন শিশুদের সুরক্ষায় পূর্ণাঙ্গ একটি আইন থাকা জরুরি। আর এই পথ ধরেই ১৯৭৪ সালের ২২ জুন জাতীয় শিশু আইন (চিলড্রেন অ্যাক্ট) প্রণয়ন করা হয়।
অবসর কাটানোর সময় শিশুদের সঙ্গে বঙ্গবন্ধু। সময় পেলেই তিনি শিশুদের সঙ্গে খেলা করতেন।
একটি অনুষ্ঠানে আনন্দঘন মুহূর্তে বঙ্গবন্ধু। তিনি বিশ্বাস করতেন, আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ। আগামী দিনে দেশগড়ার নেতৃত্ব দেবে তারাই।