একটি হাত ও তার তর্জনী
থামিয়ে দিল সব গর্জন-ই।
থামিয়ে দিল গতি কাদের?
পাকি শোষক যারা তাদের।
কানকথায় নয় মনকষায় নয়
কথা ছিল যুক্তির
পাকি শোষণ তোষণ থেকে
বীর বাঙালির মুক্তির।
একাত্তরের সাতই মার্চে
তর্জনীর ইশারায়
জনস্রোত আর ঐক্যমেলায়
পশ্চিমারা ভয় পায়।
একটি হাত ও তার তর্জনী
থামিয়ে দিল সব গর্জন-ই।
থামিয়ে দিল গতি কাদের?
পাকি শোষক যারা তাদের।
কানকথায় নয় মনকষায় নয়
কথা ছিল যুক্তির
পাকি শোষণ তোষণ থেকে
বীর বাঙাল...