মুজিবের ভাষণ


একাত্তুরের সাতই মার্চে

রোদ ঝলমলে আলোর দিনে

রেসকোর্সের সবুজ মাঠে

বীরবাঙালি নাচে বীণে।

তার মাঝে এক জেদি যুবক

দৃপ্তপায়ে এগিয়ে গেলেন
 

বজ্রকণ্ঠের জোর ভাষণে

দস্যু তাড়ার গল্প বলেন।

জনস্রোতের করতালি

বাদ প্রতিবাদ বহমান

ঘুম হারাম হয় পাকি নেতার

শেখ মুজিবুর রহমান।

 

SUMMARY

587-1.jpg