একটি আঙুল


আবু আফজাল সালেহ

 

একটি হাতের একটি আঙুল

ইতিহাস মুড়িয়ে

দেয় জুগিয়ে শক্তি-সাহস

মন-মানস ঘুরিয়ে।

মুক্তি-সনদ দিতে গিয়ে

দিলেন কিছু ছবক

পথদিশারি হয়ে গেলেন

মুজিব নামের যুবক।

 

আঙুলটি তাই বিশ্বসভায়

হৃদয় নিয়ে কেড়ে

পরাধীনতার অর্গল ভেঙে

ঐক্য দিয়ে গড়ে।

 

SUMMARY

586-1.jpg