খোকার স্বপ্ন


বোরহান বিশ্বাস
 

টুঙ্গিপাড়ায় ছিল

শেখ পরিবার

সে ঘর আলো করে

জন্ম খোকার।

 

মধুমতীর তীরে

ছোটোছুটি করে

ছোট খোকা বড় হয়

সবার আদরে।

 

মাটি আর মানুষকে

খুব ভালোবাসতো

কারো বিপদ হলে

ঝাঁপিয়ে সে পড়তো।

 

বাবার সঙ্গে সে

ফুটবল খেলতো

প্রতিযোগিতায়

ময়দানে লড়তো।

 

খোকার স্বপ্ন জুড়ে

ছিল কতো আশা

দেশের জন্য তার

সেকি ভালোবাসা!

 

SUMMARY

585-1.jpg