আজ শুধু বঙ্গবন্ধুর নামে


রফিক আহমদ খান
 

সতের মার্চ বঙ্গবন্ধুর

জন্মদিন আজ

বাংলাদেশের সব গোলাপের

তাই একটাই কাজ।

 

তারা ফুটুক আজকের এই দিনে

শুধু বঙ্গবন্ধুর নামে

তাঁর কাছে সব সৌরভ যাবে

লালসবুজের একটি খামে।

 

সতের মার্চ বঙ্গবন্ধুর

জন্মদিনে

এইদেশের সব পাখি যেনো

তাঁকে চেনে।

 

তারা আজ গাইবে গান শুধু

দেশের জাতির পিতার নামে

যাঁর ভাষণে পেয়েছি দেশ

সাগর সমান রক্তের দামে।

 

SUMMARY

584-1.jpg