একাত্তরে যুদ্ধ হলো


চিত্তরঞ্জন সাহা চিতু

রক্ত ঝরা যুদ্ধ হলো

মুক্তিকামী এই জনতা

কার ডাকেতে জাগলো বলো।

 

একাত্তরের মার্চে সাতে

অস্ত্র নিলো সবাই হাতে।

মনের ভেতর আগুন জ্বলে

আনবে স্বাধীন দেশ,

ভয় করে না জীবন দিতে

করবে শকুন শেষ।

 

নেতার ডাকে রাজপথে সব

ঝড়ের মতো ছোটে

বীরের জাতি এই বাঙালির

রক্ত যেন ফোটে।

 

রক্তে সাঁতার কেটে কেটে

আঁকা বাঁকা পথটা হেঁটে

আনলো সেদিন লাল সবুজের

মানচিত্র তারা,

শহীদ হলো অনেক ছেলে

রক্ত পলাশ যারা।

 

সেই নেতা কে বলতে পারো

বলতে ইচ্ছে করে

সেই নেতা তো বঙ্গবন্ধু

আছে যে অন্তরে।

SUMMARY

583-1.jpg