চেতনায় বঙ্গবন্ধু


কে. এম. হারুনুর রশীদ

তিনি আছেন সমগ্র বাঙালির চেতনায়

তিনি থাকবেন সমগ্র বাঙালির ভালবাসায়

তিনি আমাদের প্রিয় নেতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মৃত্যুঞ্জয়ী বীর তিনি, আমৃত্যু করে গেছেন

গণতন্ত্রের জয়োগান,

সেই জন্যে হয়েছেন তিনি মহান

তিনি আমাদের প্রিয় নেতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মহান স্বাধীনতা

সকল গণতান্ত্রিক অগ্রযাত্রায় তিনি ছিলেন সর্বত্র বিরাজমান।

তিনি স্বপ্ন দেখে ছিলেন, পরাধীন বাঙালির মুক্তির সনদ

তিনি অর্জন করেছিলেন স্বাধীনতা নামক শব্দটি।

তিনি আমাদের দিয়ে গেছেন একটি স্বাধীন বাংলাদেশ

হয়েছেন কীর্তিমান,

তিনি আমাদের প্রিয় নেতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মৃত্যুভয়ে কখনো আপোষ করেননি

পাকিস্তানি হায়নাদের সাথে।

সিক্ত হয়েছেন সমগ্র বাঙালি জাতির ভালবাসায়

অর্জন করেছেন বঙ্গবন্ধু উপাধি।

রেখে গেছেন আমাদের জন্য স্বাধীন মাতৃভূমি

বাঙালি জাতি দিয়েছে তাঁকে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির সম্মান।

তিনি আমাদের প্রিয় নেতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

SUMMARY

578-1.jpg