বঙ্গবন্ধুকে নিবেদিত পদাবলি
তিনি নেই, তিনি আজ অনেক বেশি আছেন
আসাদ চৌধুরী
না প্রবল তুষার, না তেতে-ওঠা তেড়ে-আসা বালি
এক জীবনে কত আর তাবু পাল্টানো যায়?
কতবার শরণার্থী হতে পারে পোড় খাওয়া মানুষেরা?
ধৈর্য আর সাহস বুকে নিয়ে
মোটা ফ্রেমের ভাঙাচোরা চশমা
আর ছিটকে-পড়া পাইপটিকেই
তারা বাতিঘর বলে মেনে নিয়েছিল,
মুক্তির মেলা পথ যে বাকি।
আচ্ছা, মৃত ব্যক্তি কীভাবে সাহায্য করবে,
দেখাবে নির্ভুল পথ
সঠিক গন্তব্য?
এভাবেই পথ চলা, আজ অব্দি থামাথামি নেই।
যারা কর্দমাক্ত, কলুষিত সোনার বাংলাকে
গভীর মমতা দিয়ে বুকে তুলে নিয়েছিলো
গলা উঁচু ক’রে গাঢ় স্বরে বলি,
‘আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি...’।