তরুণ রাসেল
মুজিব মানে চেতনার রঙ
লাল সবুজের পতাকা
মুজিব মানে লাখো শহিদের
রক্তে লেখা স্বাধীনতা।
মুজিব মানে দীপ্ত সেøাগান
মুজিব মানে প্রতিবাদ
মুজিব মানে মুক্তিযুদ্ধ
মুজিব মানে অধিকার।
মুজিব মানে বাংলা ভাষা
মুজিব মানে বাঙালি
মুজিব মানে
বিশ্বজুড়ে এগিয়ে চলা
বঙ্গবন্ধু তুমিই তো বাংলাদেশ।