মোহাম্মদ ফরিদ উদ্দিন
বঙ্গবন্ধুর নীতি-আদর্শ, সততা, নেতৃত্ব এবং দেশপ্রেম তরুণদের আর্তমানবতার সেবায় নিবেদিত থাকার এক উদ্যম শক্তি
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গভীর ভালোবাসা ও মমত্ববোধ নিয়ে দেশ ও মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে তারুণ্যের উদ্যম সাহস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের নিজ মাতৃভূমি বাংলাদেশের কথা শুরু করতেই সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীরত্ব ফুটে ওঠে। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর দেশ কাঁপানো ভাষণ বাঙালির হৃদয়ে স্মরণীয়। পাকিস্তানি শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা ছিল বঙ্গবন্ধুর ভাষণে, যা আজও বাঙালি জাতিকে উজ্জীবিত ও আলোড়িত করে। জাতির জনক বঙ্গবন্ধুর নীতি-আদর্শ, সততা, নেতৃত্ব এবং দেশপ্রেম তরুণদের আর্তমানবতার সেবায় নিবেদিত থাকার এক উদ্যম শক্তি। তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ, ভাষা অন্দোলনসহ দেশের স্বাধীনতা অর্জনের প্রতিটি ইতিহাস জানলেই দেশ ও রাষ্ট্রের কল্যাণে নীতিবান ও আত্মত্যাগী হয়ে গড়ে উঠবে। বঙ্গবন্ধু দেশ ও মানুষকে ভালোবাসতেন খুব কাছ থেকে। মানুষের আত্মমর্যাদা ও অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন তিনি। সামাজিক ও মানবিক উন্নয়নে মাদক, জঙ্গিবাদ ও অপরাধীদের বিরুদ্ধে জেগে উঠতে তারুণ্যের জাগতিক প্রেরণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের অশেষ দয়া ও রহমতে ৭ মার্চের ভাষণ বিশ্বদরবারে ইউনেস্কোর স্বীকৃতির মতো অনন্তকাল রক্ষিত থাকবে বাঙালির হৃদয়ে। সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর দেশ গঠনে তারুণ্যের নিবেদিত বন্ধন বাংলার ভূখ-কে অসীম মর্যাদায় আসীন করবেÑ এটাই প্রত্যাশা।