৭৫’র পর প্রথম সুইডেনে শেখ রেহানাই রাজনৈতিক কথা বলে

সমীরণ রায়  (এপ্রিল ২৬, ২০১৯ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার স্বপরিবারে হত্যার পর আমার ছোট বোন শেখ রেহানাই প্রথম সুইডেনে রাজনৈতিক কথা বলে।

শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ব্রুনাই সফর শেষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি ছিলাম ছাত্রলীগের নেত্রী। স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতি শুরু করেছি। কখনও ভাবিনি আওয়ামী লীগের সভাপতি হবো। কিন্তু ৭৫’র পর আমরা কোনো কথা বলতে পারিনি। শুধুমাত্র আমার ছোট বোন শেখ রেহানাই প্রথম কথা বলেছিলো।
 
তিনি বলেন, ৭৫’র ১৫ আগস্ট পর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি। সেকারণেই ইংল্যান্ডে থাকা অবস্থা বাঙলীরা যেসব এলকায় থাকতেন, সেখানে গিয়ে কথা বলেছি। ঘুরে ঘুরে সংগঠন করেছি। ওই সময় প্রথম ১৫ আগস্ট আমি এক সমাবেশে বক্তব্য রাখলাম। তখন থেকে ভাবলাম, রাজনীতি করা উচিত। স্যার টমাস উইলায়মস বাংলাদেশে আসতে চাইলেন বঙ্গবন্ধু হত্যার তদন্ত করতে। কিন্তু জিয়াউর রহমান আসতে দিলেন না। এর পর দেশে এসে দলের দায়িত্ব নিলাম। অনেক চড়াই উৎড়াই পার করেছি। কিন্তু মিডিয়া কখনও পক্ষে ছিলো না। সব সময়ই বৈরিতা করেছে।

SUMMARY

546-1.jpg