জুনায়েদ আহমেদ পলক
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা। কিন্তু ৭৫ সালের পর দুটো প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তাই তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও গৌরবগাঁথা যথাযথভাবে পৌঁছে দিতে তরুণ প্রজন্মকে ডিজিটাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার করতে হবে।
বঙ্গবন্ধুর জীবন-কর্ম-আন্দোলন-ত্যাগ ডিজিটাল মিডিয়ার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে নানামুখী কার্যক্রম অব্যাহত রয়েছে ।
‘ইনডেমনিটির মাধ্যমে বাংলাদেশে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি করেছিল জিয়াউর রহমান। আমরা ৩৭ বছরের সেই কালো আইন রহিত করে জাতির পিতার হত্যাকা-ের বিচার করেছি, ন্যায়বিচার নিশ্চিত করেছি।
‘২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা এদেশের তরুণ প্রজন্মের ওপর ভরসা রেখে সম্ভাবনার নতুন দ্বার খুলে দিলেন। শেখ হাসিনার সঠিক নেতৃত্ব ও তারই আইসিটি বিষয়ক উপদেষ্টার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা সারা দেশে ২০২১ সাল নাগাদ এই আইসিটি সেক্টরে ২০ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থান ও আইসিটি সেক্টরে ৫ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যে কাজ করে চলেছি।’
পরিচিতি : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী