অঞ্জন রায়
সেদিন সবাই ছিলেন রেসকোর্স ময়দানে-
বিনয় বাদল দিনেশ ছিলেন হাতে পিস্তল আর বোমা নিয়ে
কৈবর্ত আর ফকির সন্ন্যাসীরা ছিলেন অস্ত্র হাতে
মাস্টারদার পাশেই ছিলেন বীর প্রীতিলতা-
ছিলেন চর্যার কবিরা- ছিলেন রাজা নন্দকিশোর।
সেদিন ছিলেন- তেভাগার কৃষকেরা বাশের লাঠি হাতে
ছিলেন-ক্ষুদিরাম, আন্দামান ফেরত উল্লাসকর দত্ত।
নানকা কৃষকের পাশেই ছিলেন হাজী শরিয়তউল্ল্যাহ
কাকদীপের অহল্যা আর খাপরা ওয়ার্ড জেল বিদ্রোহের
হানিফ দেলোয়ার কম্পরাম সিংহ এসেছিলেন-
পুরো ময়দানে ছুটে সংহতি জানিয়েছিলেন-মঙ্গল পান্ডে,
কিছুটা দূর বঙ্গবন্ধুকে অপলক দেখছিলেন-
বাহাদুর শাহ জাফর আর সিরাজ।
আসাদ, রফিক সালামের রক্তমাখা সার্ট
সেদিন স্পর্শ করছিলো লাখো জনতা।
সেদিন সবাই কান পেতে শুনেছিলেন বঙ্গবন্ধুর আহবান।
পিতা, তোমার তর্জনী ধরে এই দিন বাঙ্গালী
আকাশ স্পর্শ করেছিলো-
স্পর্শ করেছিলো হাজার বছরের স্বপ্ন স্বাধীনতা শব্দটিকে।