বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাখা সাংবিধানিক বাধ্যবাধকতা

অ্যাডভোকেট জাহিদ আহমেদ হিরো 
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙ্গালী জাতি কখনো তাদের স্বাধীকার আদায়ের সংগ্রামে জয় লাভ করত না। যে মহান নেতা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উচুঁ করে বাচাঁর সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে একটি লাল সবুজের পতাকা দিয়েছেন, সেই মহান নেতা বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাখা আমাদের জন্য একটি সাংবিধানিক বাধ্যবাধকতা।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার ও প্রধান বিচারপতির কার্যালয়ে এবং সকল সরকারী ও আধা-সরকারী অফিস, এমনকি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবন্ধ সরকারী কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সহ সকল সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে এবং ইহা সাংবিধানিকভাবে বাধ্যতামূলক। তাই এই মহান নেতার প্রতি অন্তরের অন্ত:স্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই সাংবিধানিক বাধ্যবাধকতার প্রতি অবশ্যই আনুগত্য প্রদর্শণ করতে হবে।
 
লেখক : আইনজীবি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট

SUMMARY

521-1.jpg