একাত্তরের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলন পরিচালনার নতুন কর্মসূচী ঘোষণা করেন এবং ৩৫টি নতুন নির্দেশনা জারি করেন। এতে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের কার্যক্রম আরও জোরদার হয়।
ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ বাসভবনে ন্যাপ নেতা আবদুল ওয়ালী খানের সাথে বৈঠক করেন এবং বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, যতদিন অধিকার আদায় হবেনা, ততদিন বাঙালির আন্দোলন অব্যাহত থাকবে।
জাতীয় লীগ নেতা আতাউর রহমান খান আবারও বঙ্গবন্ধুর প্রতি অস্থায়ী সরকার গঠন করতে আহ্বান জানান । স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ তাদের গতিশীল কার্যক্রম অব্যাহত রাখেন। ঝিনাইদহে আজ কয়েকজন সিএসপি এবং ইএসপি কর্মকর্তা ঘোষণা দেন, দরকারে দেশের প্রয়োজনে তারা অস্ত্রধারণ করবে। সূত্র : সময় টিভি