বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার মূর্তপ্রতীক : ড. অনুপম সেন


আশিক রহমান 
বঙ্গবন্ধুর জন্ম ও বাংলাদেশের জন্ম অভিন্ন। বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বাংলাদেশ আজকে স্বাধীন। পাকিস্তানের শোষণ থেকে এ জাতিকে মুক্তি করাই ছিল তার ধ্যান-জ্ঞান। এদেশের মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ভাষার অধিকার অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন জীবনভর। জীবনের প্রতি কোনো মায়া ছিল না তার, যতটা ছিল এদেশের মানুষের প্রতি, যতটা ছিল এদেশের প্রতি। এদেশের মানুষের প্রতি তার অনুরাগ, মায়া ছিল সীমাহীন। ফলে তাদের হয়ে যেকোনো প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হতে দ্বিতীয়বার ভাবতেন না তিনি। এমন মন্তব্য করেছেন শিক্ষাবিদ ড. অনুপম সেন।

আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন, ক্ষমতার জন্য নয়। ক্ষমতার মোহ তাকে কখনোই টলাতে পারেনি। এদেশের মানুষের স্বার্থের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নের ছিলেন আপোসহীন। তিনি ইয়াহিয়ার প্রস্তাব মেনে নিলে প্রধানমন্ত্রী হতে পারতেন। কিন্তু তা তিনি করেননি। কারণ এমনটি তিনি কখনো কোনোদিনই ভুল করেও চাননি। জনগণের সঙ্গে হঠকারিতা করে, তাদের ঠকিয়ে ক্ষমতাসীন হতে চাননি। তার পুরো জীবনটিই তো ছিল জনগণের কল্যাণে নিবেদিত। ৫৫ বছরের জীবনে জেলে জেলে কাটিয়েছেন প্রায় ১৪ বছর। তার পুরো জীবনটিই তো ছিল লড়াই আর সংগ্রামের। আন্দোলন আর সংগ্রামের। জেল আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী।
 
তিনি আরও বলেন, ভাষা আন্দোলন, ৬দফা, ৬৯-এর গণঅভ্যুত্থাণ, ৭০-এর নির্বাচন, ৭১-এর স্বাধীনতাসংগ্রাম, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা। তিনি আসলে কোথায় ছিলেন না, কী করেননি এদেশের জন্য, এই ভূখ-ের স্বাধীনতার জন্য? সম্ভব সবকিছু করেছিলেন এই পবিত্র ভূখ-টিকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে। জনকের জন্ম না হলে এদেশ আমরা স্বাধীন পেতাম? গবেষকরা তো এ নিয়ে সন্দিহান! বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম গ্রহণ করার ফলেই পরাধীন জাতিটি মুক্তি পেয়েছিল জগদ্দল পাথর থেকে।

ড. অনুপম সেন বলেন, স্বাধীনতার মাত্র ১০ মাসের মাথায় একটি অসাধারণ সংবিধান উপহার দিয়েছিলেন তিনি আমাদের। পঞ্চবার্ষিকী তৈরি করেছিলেন। তার সরকারের রূপরেখায়ই তো আজকে বাংলাদেশ অনুসরণ করছে। তার স্বপ্ন পূরণে, উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে চলেছে। আজকে যে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তিরত হতে যাচ্ছি তা তো তার হাত ধরেই। আমাদের মাথাপিছু আয় যেখানে ১০ বছর আগে ছিল ৬০০-৭০০ ডলার এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৬০০ ডলারে। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি আমাদের মিলেছে। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ শোষণমুক্ত হয়েছিল, পেয়েছিল স্বাধীনতা। দেশটাকে স্বাধীন না করলে আজকে আমাদের কিছুই হতো না। হয়তো এখনো আমরা পরাধীন, পাকিস্তানি শাসকদের দ্বারা শোষিত থাকতাম। ফলে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আগামী দিনেও আমাদের এগিয়ে যেতে হবে।

SUMMARY

515-1.jpg