আশিক রহমান
বঙ্গবন্ধু এই মুহূর্তেও বাংলাদেশে খুবই প্রাসঙ্গিক। কারণ বঙ্গবন্ধু ও তার আদর্শ আমাদের সামনে ধ্রুব তারার মতো কাজ করবে। তার আদর্শ অনুসরণ করেই আমরা পথ চলতে থাকব। এমন মন্তব্য করেছেন সিপিবির উপদেষ্টাম-লীর সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক মনজুরুল আহসান খান।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পনের আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে হত্যা করার উদ্দেশ্যেই। বাংলাদেশের অগ্রসর, স্বপ্নকে ধূলিসাৎ করার জন্যই জাতীয় ও আন্তর্জাতিক চক্র চক্রান্ত করেছিল বঙ্গবন্ধুকে হত্যার। বঙ্গবন্ধু স্বপরিবারে হত্যার প্রতিবাদে প্রথমদিকে আওয়ামী লীগ ওই সময় সেভাবে মাঠে নামেনি, কমিউনিস্ট পার্টি উদ্যোগ নিয়ে আওয়ামী ন্যাপসহ সবাইকে নিয়ে ধীরে ধীরে আন্দোলন গড়ে তুলেছিল। পরবর্তীতে বঙ্গবন্ধুকন্যা দেশে ফিরে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলে। হত্যাকারীদের বিচারও সম্পন্ন করেছিলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ আবারও মূল সড়কে চলতে শুরু করে। এখনো সেই পথেই অগ্রসর হচ্ছে। তবে স্বাধীনবিরোধী প্রতিক্রিয়াশীল চক্র নানারকম চক্রান্ত করছে। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সরকার খেলাফতে মজলিস, হেফাজত এমনকি জামায়াতের সঙ্গেও নানা ধরনের সমঝোতা করছে, যা মোটেও মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে যায় না। যত চক্রান্তই করুক না কেন প্রতিক্রিয়াশীল চক্র বাংলাদেশকে আদর্শচ্যূত করা যাবে না। জনগণ যথেষ্ট সচেতন। তার বড় প্রমাণ নিরাপদ সড়ক চাই আন্দোলন। বাংলাদেশের মানুষ অন্যায় কখনো বরদাস্ত করে না। অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তারা। প্রতিক্রিয়াশীল নয়, আমরাই শেষ পর্যন্ত জয়যুক্ত হবো এই বিশ্বাস আমাদের আছে।
এক প্রশ্নের জবাবে মনজুরুল আহসান খান বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ তো আমাদের সামনে আছেই। তার আদর্শের কথা সবাই বলেন, সেই আর্দশকে অনুসরণ করে আমরা কমবেশি চলছি। নানান কৌশলে সেই আদর্শ থেকে বিচ্যুত করার চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হবে না। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ গড়ার সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধ তো শেষ হয়নি, চলছে। এটা চলতে থাকবে বলেই আমার বিশ্বাস।