‘বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু’


আশিক রহমান 
১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা প্রকৃত অর্থে বাংলাদেশকেই হত্যা করা হয়েছিল। ১৫ আগস্টের পর থেকে বাংলাদেশ এগিয়ে যায়নি। পুরোপুরি পাকিস্তানমুখী একটা গন্তব্যের দিকে যাত্রা করেছিল। এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।  আলাপকালে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে হত্যাকারীরা বাংলাদেশ বেতারকে ‘রেডিও বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করে। আর জয় বাংলার পরিবর্তে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ধ্বনি তোলে। সেভাবে সামরিক স্বৈরশাসকেরা দেশ চালাতে থাকে। দেশের প্রতিনিধিত্ব করে। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।

তিনি আরও বলেন, ত্রিশ লাখ মানুষের রক্তে অর্জিত আমাদের সংবিধান। সামরিক শাসকেরা ইনডেমনিটি অর্ডিনেন্স জারি করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার যাতে করা না যায়। এ পরিস্থিতি মোকাবিলা করে, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ এখন সামনের দিকে এগিয়ে চলছে। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। কারণ মুক্তিযুদ্ধের সময়কার অপশক্তিগুলো বারবার চেষ্টা করবে বাংলাদেশ যেন বিপদে পড়ে। তারা এখনো নানাভাবে দেশকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এক প্রশ্নের জবাবে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তিনি যখন এই স্বপ্ন দেখেন তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তরুণ ছাত্রনেতা। ওই সময় তিনি একবার বলেছিলেন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাঝখানে ১২শ মাইলের দূরত্ব, এই অবকাঠামো আর য্ইা হোক বাঙালির মুক্তি সম্ভব নয়। যদিও বঙ্গবন্ধু নিজেই পাকিস্তান আন্দোলনের অংশীদার ছিলেন কলকাতার ইসলামিয়া কলেজের ছাত্র হিসেবে। কিন্তু মাত্র সাত-আট মাসের ব্যবধানে তিনি বুঝতে পারেন এই পাকিস্তান দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব নয়। কারণ বাঙালির যে মাতৃভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবি করেছিল বাঙালিরা, তাতে অত্যাচার-নির্যাতন নেমে আসে বাঙালিদের উপর।

SUMMARY

495-1.jpg