১৯৬৮ সালের ২৩ ফেব্রুয়ারি ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। কিন্তু এই মহান নেতা ছোটবেলা থেকেই বন্ধু হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। কিশোর বয়সে এক বন্ধুকে বাঁচাতে গিয়ে সর্বপ্রথম জেল খেটেছেন। সেই থেকে শুরু। আমৃত্যু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন, সর্বোপরি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই এক ব্যক্তিত্ব যে, কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো বলেছিলেন- আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি। জাতির পিতার বিশালতা এভাবেই ব্যখ্যা করেছেন ক্যাস্ত্রো। বঙ্গবন্ধুকে নিয়ে এমন মন্তব্য পৃথিবীর বহু নেতাই করেছেন। অথচ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা। এমন ভয়াবহ নৃশংসতার সাক্ষী হয় বাংলাদেশের পাশাপাশি গোটা বিশ্ব। বঙ্গবন্ধু বেঁচে না থাকলেও রেখে গেছেন অসংখ্য অনুসারী। অন্য সবার মতো তাঁর দেখানো পথেই হাঁটছেন বেশ কয়েকজন শোবিজ তারকা। এই শোকের মাসে বঙ্গবন্ধুকে নিয়ে হৃদয় নিংড়ানো অনুভূতিও ব্যাক্ত করেছেন তাঁরা। চলুন শুনে নিই-
নওশিন নাহরিন মৌ
বঙ্গবন্ধু মানেই হচ্ছে গোটা বাংলাদেশ। আমি একটি স্বাধীন দেশের নাগরিক। এই স্বাধীন সার্বভৌম দেশেই আমার জন্ম। নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে পারছি সারা বিশ্বের দরবারে। আমার পরিচয় মানেই হচ্ছে বঙ্গবন্ধু। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমার জন্মের অনেক আগেই দেশ স্বাধীন হয়েছে। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু ৭ মার্চের ভাষণ শুনেছি। আমার কাছে মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু, স্বাধীন দেশের নাগরিক হওয়া মানেই বঙ্গবন্ধু। আমাদেরকে এমন একটি স্বাধীন রাষ্ট্র দেওয়ার জন্য এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে হাজার সালাম ও কৃতজ্ঞতা।
ফারজানা চুমকি
আমার স্বপ্নের নায়ক বঙ্গবন্ধু। ছোট বেলায় মার্চ মাস আসলেই বাড়িতে একটি কণ্ঠ শুনতে পেতাম। তখন আসলে বুঝতে পারিনি এটা কার গলা। যখন বুঝতে শিখলাম, তখন বুঝতে পারলাম এটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কি সুন্দর! কি চমৎকার করে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন তিনি! জয় হোক বঙ্গবন্ধুর। জয় হোক বাংলাদেশের।
আঁখি আলমগীর
আমরা যাঁরা সাধিনতার পরবর্তী প্রজন্ম, যাঁদের সৌভাগ্য হয়নি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখার বা জানার, তাঁদের চিন্তায় ও মননে বঙ্গবন্ধু এক বিস্ময়ের নাম। জাতির পিতার ঋণ কি কখনো শোধ করা যায়? তবে আমরা কিছুটা হলেও দায়মুক্ত হতে পারি তাঁর আদর্শে চলে এবং তাঁর স্বপ্নগুলো বাস্তবায়ন করে। আমি তাঁর উদ্দেশ্যে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্বের বিস্ময়, তিনি আমার আহঙ্কার।
জিনাত শানু স্বাগতা
জাতির পিতার কথা মনে উঠলেই শিহরিত হই। ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ’ এমন জ্বালাময়ী উক্তিতে শিহরিত হওয়াটাই স্বাভাবিক। আমার কাছে বঙ্গবন্ধু মানেই একটি স্বাধীন পতাকা, একটি গোটা মানচিত্র। আমরা এ প্রজন্মের মানুষ বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বড় হচ্ছি। আমি চাই, তাঁর আদর্শ নিয়ে এগিয়ে যাক গোটা বাংলাদেশ।
দীপা খন্দকার
বঙ্গবন্ধুর কাছে আমাদের ঋণ, বাঙালি জাতির ঋণ কোনদিন শেষ হবার নয়। প্রজন্ম থেকে প্রজন্ম চলতেই থাকবে। কিন্তু কোনও প্রজন্মই বঙ্গবন্ধুর ঋণ শোধ করতে পারবে না। যে স্বাধীন দেশে আজ আমরা স্বাধীনভাবে বসবাস করছি, সেটা বঙ্গবন্ধুর ই অবদান। শুধু বিনম্র শ্রদ্ধা ছাড়া এই মহান নেতার জন্য কোনো উপমাই যথেষ্ট নয়। বঙ্গবন্ধু আজও বেঁচে আছেন আমাদের শিরায় শিরায়।
বাংলা ইনসাইডার