বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বাংলাদেশ চিরকাল বেঁচে থাকবে : হাশেম খান

আশিক রহমান : বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বাংলাদেশ চিরকাল বেঁচে থাকবে বলে আশা প্রকাশ করেছেন চিত্রশিল্পী হাশেম খান।  আলাপকালে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছিল তারা কখনো স্বাধীনতার পক্ষের লোক ছিল না। আলবদর, আল শামসদের পুনর্বাসিত করেছে। স্বাধীন বাংলাদেশকে ধূলিসাত করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলার জনগণ বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আবার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এখন প্রতিটি ক্ষেত্রেই উন্নতি লাভ করছি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বাংলাদেশ চিরকাল বেঁচে থাকবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না। যারা তাকে হত্যা করেছে তারা বাংলাদেশকেই হত্যা করতে চেয়েছিল। চেয়েছিল আমাদের প্রিয় স্বাধীনতাকে শেষ করে দিতে। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে বলেছিলেন, ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো,যার যা কিছু তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। ’ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার এখনো দরকার আছে। বাংলাদেশ বিরোধী অপশক্তিসমূহ এখনো সক্রিয় আছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
 
এক প্রশ্নের জবাবে হাশেম খান বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। বিচার হয়েছে যারা এদেশের বিরুদ্ধে কাজ করেছিল পাকিস্তানিদের হয়ে তাদেরও। তারা তো স্বাধীন বাংলাদেশ চায়নি, তাদের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে আরও। যারা আলবদর, আলশামস, রাজাকারদের এখনো বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে, যুদ্ধাপরাধীদের সহযোগিতা করে যাচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার যাতে না হয় সে চেষ্টা করেছিল তারা যাতে আর রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে সে চেষ্টা করতে হবে। যেকোনোভাবেই হোক তাদেরকে প্রতিহত করতে হবে।

SUMMARY

490-1.jpg